Dr. Aminul Islam
Published:2021-04-15 04:17:15 BdST
"টকশোতে লম্বা লম্বা কথা না বলে আমাদের হাসপাতালে চলুন, রোগীর পাশে দাঁড়ান"
ডেস্ক 
-------------
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন,
“বিশেষজ্ঞরা যখন সরকারি দায়িত্বে ছিলেন, তখন তারা কী করেছিলেন? ‘তারা এখন টেলিভিশনে বসে টকশোতে লম্বা লম্বা কথা বলেন। আমাদের হাসপাতালে চলুন, হাসপাতালে রোগীর পাশে দাঁড়ান। সেটা না করে ও নিরাপদ বাক্সের মধ্যে বসে এই টেলিভিশন থেকে ওই টেলিভিশনে গিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। টেলিভিশনের নিরাপদ বাক্সে না থেকে বেরিয়ে আসুন।
বুধবার স্বাস্থ্য দপ্তরের ব্রিফিং এ তিনি পরিস্কারভাবে কথা গুলো বলেন।
তিনি বলেন,
‘'আমাদের জনস্বাস্থ্যবিদরা যারা একদিনও কোনও রোগীর পাশে দাঁড়ান নাই, তারা রোগতত্ত্ব ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।তারা তখন কী করেছিলেন? তারা এখন টেলিভিশনের টকশোতে লম্বা লম্বা কথা বলেন।"
-
-
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       