SAHA ANTAR
Published:2021-04-13 06:58:18 BdST
পশ্চিম বাংলায় ডাক্তারদের বেতন দ্বিগুন করা হয়েছে
অধ্যাপক ডা. মুজিবুল হক
----------------------------
পশ্চিম বাংলায় ডাক্তারদের বেতন দ্বিগুন করা হয়েছে।
নয়াদিল্লীর মুখ্যমন্ত্রী সংবাদ সন্মেলন করে প্রতি করনা রুগীর সেবায় নিয়োজিত ডাক্তারকে ১ কোটি টাকার পুরষ্কার, ও "প্রতিদিন ডাক্তার থেকে পরীচ্ছন্নতা র্কমীকে" তারকা হোটেলের খাবার দেবার ঘোষণা জারি রেখেছেন।
হয়ত সবাইকে অবাক করে একটা আদরের বানী, কৃতজ্ঞতার বানী আর অবাক করা পুরষ্কার থাকবে আমাদের প্রিয় মাননীয়া দেশনেত্রীর কাছ থেকে । এমনটিই সবসময়ই ত দেখেছি।কখন কাকে বুকে টেনে নিবেন,কখন করবেন মৃদু শাসন।সন্মানিত অধ্যাপক আবদুল্লাহ সাহবকে "কোট" করে বলি " জেনে শুনে 
মারাত্মক ভাইরাস এর কাছে যাচ্ছন চিকিৎসকেরা।এদের অনেকেরই চরম কষ্টের মৃত্যু হয়েছে।
কত বড় ঝুঁকি নিচ্ছেন তারা। তাদের বীরের সন্মান, সুযোগ - আর্থিক সুবিধা দেয়া নিশ্চিত করা প্রয়োজন।"
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       