Dr. Aminul Islam
Published:2021-04-07 15:49:11 BdST
বরেণ্য চিকিৎসক অধ্যাপক বদরুল হক নেই
ডেস্ক 
-------------------
চলতি অতিমারীর শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোলজির অধ্যাপক ডা. বদরুল হক মৃত্যুবরণ করেছেন। 
ডাক্তার প্রতিদিন সম্পাদক অধ্যাপক ডা সুলতানা আলগিন এক শ্রদ্ধা এপিটাফ এ জানান, অধ্যাপক বদরুল হক ভাই ছিলেন লোক সেবী। রোগীর জন্য কল্যাণ অন্ত প্রাণ। তাঁর মৃত্যুতে বাংলাদেশের চিকিৎসা জগতে বিশাল শূণ্যতা সৃষ্টি হল।
৫ এপ্রিল২০২১ সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অধ্যাপক ডা বদরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢামেকের নিউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অবসর জীবনে রোগী সেবা চালিয়ে গেছেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       