Dr. Aminul Islam
Published:2021-04-03 02:25:45 BdST
মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় পিতার বকা,ছেলের আত্মহত্যা
ডেস্ক
--------------------------
মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় শাসন করেছিলেন বাবা। তাতেই অভিমানে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করলেন এক যুবক।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ’র সিটি গেইটের শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছেলে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাঝকা করেন বাবা খুলশী থানার এক উপ-পরিদর্শক। এরপর বাবা নামাজে গেলে অভিমানে বাবার পিস্তল দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করে সে। পরে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এমন ঘটনায় অভিভাবকদের করণীয়গুলো কি, জানাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক, ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক কনসালটেন্ট ডা সুলতানা আলগিন।
১.
সন্তানের কৈশোর ও টিনএজ পরবর্তী দিনগুলোতে সযত্ন নিন।
তাঁর স্বাভাবিক বিষয় গুলো প্রশংসা করুন। সহযোগিতা করুন।
২.
সন্তানের মধ্যে কোন অস্বাভাবিকতা দেখলে বিচলিত হবেন না।
তখনও সন্তানকে সহযোগিতা দিন। তার পাশে থাকুন।
তাকে বকাঝকা করবেন না। সন্তানকে বোঝানো আর বকাঝকা এক নয়। একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে কাউন্সেলিং করেন, সেভাবে সন্তানকে বোঝাতে হবে। শক্ত কথাটি কড়াচোখে নয়, কোমলভাবে বলুন।
৩.
সন্তানের মানসিক অস্বাভাবিকতা দেখলে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশন নিতে পারেন। যত সময় ক্ষেপণ করবেন, ততই বিপদের আশঙ্কা।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       