Dr. Aminul Islam
Published:2021-04-01 05:31:01 BdST
ডা. মিজান নতুন সাফল্যের ইনিংস শুরু করবেন, প্রত্যাশা শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থী- অনুরাগীদের
ডেস্ক 
-----------------------
খুলনা মেডিকেল কলেজের সদ্য বিদায়ী শিক্ষক-অধ্যাপক ডা মিজানুর রহমান নতুন সাফল্যের সন্ধানে আরেকটি দুর্দান্ত ইনিংস শুরু করবেন,এমন প্রত্যাশা তাঁর স্বজন শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থী- ভক্ত অনুরাগীদের।
ডা মিজানুর রহমান ৩১ মার্চ সরকারি চাকরি থেকে অবসর নিলেন। 
এক বিদায়ী বার্তায় তিনি নিজেই সকলের প্রতি ভালবাসা প্রীতি শুভাশিস জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, ""
আজ ৩১শে মার্চ সরকারী চাকুরিতে আমার শেষ কর্মদিবস।আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি সুস্হভাবে দীর্ঘ ৩৫ বছর চাকুরী করার সুযোগ দেয়ার জন্য। আমি এই দীর্ঘ সময়ে আমার পরিবার,আত্তীয়স্বজন ,বন্ধু বান্দব,শুভাকাংখী ও আমার প্রিয় রোগী সহ আপনাদের সকল সহযোগিতা,সহমর্মিতা ও ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভুল ভ্রান্তির জন্য সকলের কাছেই ক্ষমা চাই। আমি যতটুকু পেরেছি,সাধ্যমত দেবার চেষ্টা করেছি,আমি ডাক্তার হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দেয়ায় জন্য চিরকৃতজ্ঞ হয়ে রইলাম।আজ আমার শেষ কর্মদিবসে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। কাছের ও দুরের সবাই ভাল থাকুন সুস্হ থাকুন।। ""
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       