Dr. Aminul Islam
Published:2021-03-28 19:49:18 BdST
মহামারীর ছোবলে রাজশাহীর মেধাবী অধ্যাপক ডা. হান্নানের অকালমৃত্যু
রাজশাহী সংবাদদাতা
-------------------------------------
করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হল   রাজশাহীর স্বনামধন্য চিকিৎসক ডা. আব্দুল হান্নানের। তার বয়স হয়েছিল মাত্র ৫১ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক অধ্যাপক ডা সুলতানা আলগিন। তিনি বলেন, রোগী সেবা অন্তপ্রাণ এই চিকিৎসকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জাতির জন্য বিরাট ক্ষতি।
তি নি শনিবার রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন আইসিইউয়ের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।
ডা. আবু হেনা মোস্তফা কামাল আরও জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দৃল হান্নান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে গত মঙ্গলবার আইসিইউয়ে ভর্তি করা হয়েছিল।
অবস্থার অবনতি হলে গত শুক্রবার ডা. আব্দৃল হান্নানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       