Dr. Aminul Islam
Published:2021-03-22 05:50:57 BdST
সাইকিয়াট্রিস্ট অধ্যাপক কবির জুয়েল করোনা আক্রান্ত
ডা আলী জাহান
--------------------------------
অধ্যাপক কবির জুয়েল করোনা আক্রান্ত।
বাংলাদেশের স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট, সিলেট মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র, অধ্যাপক কবির জুয়েল আজ করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন।
২ দিন থেকে উপসর্গের শুরু। জ্বর এবং কাশি। O2 saturation 92-95% ওঠানামা করছে।বর্তমানে বাসায় আছেন।
খুব নরম মনের অধিকারী কিন্তু কঠোর অধ্যবসায়ী কবির জুয়েলকে চিনি সেই মেডিকেল কলেজ থেকে। একসঙ্গে বিসিএস এ যোগদান করেছিলাম। একসাথে বিএসএমএমইউ হাসপাতালে পোস্ট গ্রাজুয়েশন করেছি।
আমরা একটি অসম যুদ্ধে লিপ্ত আছি। এর শেষ কোথায় কেউ জানিনা। তবে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে কে জিতবে এবং কে হারবে তা মহাশক্তিধর আল্লাহ ছাড়া কেউ জানে না।
দোয়া করি আল্লাহ যেন ডা: কবির জুয়েলকে সুস্থ করে তোলেন। তাঁর পরিবারকে নিরাপদে রাখেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       