রাতুল সেন
Published:2020-06-09 14:49:10 BdST
করোনায় মারা গেছেন বরিশালের গরিবের ডাক্তার আনোয়ার এমবিবিএস
সংবাদদাতা 
___________________
নগরীর বান্দ রোডস্থ রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা: আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন ।জানা গেছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
বরিশালের লোকসেবী চিকিৎসক , শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা শোক এপিটাফে জানান, 
এবার নাকের ডগায় করোনার ছোবল!
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বরিশালের অত্যাধুনিক রাহাত আনোয়ার হাসপাতালের মালিক ডা. আনোয়ার হোসেন রাত ২-৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।
কাল বিশেষ বিমানে তাকে ঢাকা নেয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হলোনা।
সাউথ এপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি ও তার পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। 
পরিবার সদস্যরা জানান, 
৮ জুনদিবাগত রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সোমবার সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বিকালে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে ডা. আনোয়ার হোসেনকে প্রথমে পান্থপথের এক বড় হাসপাতালে নেওয়া হয়। শয্যা খালি না থাকার অজুহাতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
সেখান থেকে রায়েরবাজারের এক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেও একই ভাবে ফিরিয়ে দেওয়া হয়।
পরে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।
_____________________________

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       