ডাক্তার প্রতিদিন
Published:2020-05-10 16:04:18 BdST
কোভিড এবং আমাদের উত্তরসূরী
অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস 
_________________________
আমাদের অনেকেরই সময় ফুরিয়ে আসছে COVID এর জন্য....
পৃথিবীরও খারাপ লাগছে ! নইলে এই মে মাসেও রাতে ঠান্ডা শিরশিরে বাতাস ! কাল কি শুধুমাত্র জোছনা ধরে রাখে ? কালান্তরে দগ্ধ ইতিহাসও থাকে। এই COVID এর তান্ডবে,অজানা আশঙ্কায় মনুর সন্তানেরা অস্থির হয়ে আঁধারের সাথে মিলিয়ে যাওয়ার স্বপ্নহীন ঘুমে নিজেদের সত্ত্বা খুজে বেড়ায়।
সময় কিন্তু স্থির হয়ে থাকে । নইলে সমবেদনারও অভাব হয় ! কি করে আমরা শেষ যাত্রায় শ্মশানে,দাফনে বাধা দেই ? COVID এ মৃত মানুষের শেষকৃত্যে বাধা দেওয়া কোন মানসিকতা থেকে আসে ?
তবু দেখ,অন্য পৃথিবীতে সন্ত্রাস, ধর্মের নামে অবাধ খুনোখুনি ,ক্রমবর্ধমান দারিদ্র,অভুক্ত মানবাত্মা... এইসবে অবারিত নীলাকাশ ছাপিয়ে ঈশ্বরের নিস্পৃহ চেয়ে থাকায় আমাদের দীর্ঘশ্বাস কিন্তু এক সময় ক্রমশ দীর্ঘায়িত হত !
লকডাউন না মেনে,মদ্যপানের উল্লাসে মেতে ক্রমশ বিলীন হয়ে যাওয়া এই সভ্যতায় অসভ্যতার কলংক কি না দিলেই নয় ? আমরা কি চাইব এক বিষাদমাখা অস্তিত্বে পরবর্তী প্রজন্মকে দগ্ধ করতে ?
এই সময়ের পাড় ভাঙ্গতে থাকা হতাশায়, যন্ত্রনায় কিংবা সব হারানোর বেদনায়, আমাদের সন্তান সন্ততিরাও কিন্তু নিঃশেষিত।
আমরা সমস্ত বিবেককে নির্বাসিত না করে,চলুন লুকিয়ে রাখি চলে যাওয়ার অব্যক্ত বেদনা, ছোটদের দিয়ে যাই বেঁচে থাকার প্রেরণা।
দেখবেন,আজ থেকে দশ বছর পর ওরা আমাদের ছবিতে,স্মৃতিতে আস্তে আস্তে হাত বুলিয়ে বলবে ..' একদিন দেখেছিলাম এইসব কিছু...'
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       