Ameen Qudir
Published:2020-04-11 16:55:39 BdST
আব্বু-আম্মুকে দুশ্চিন্তা আর ভয়ের শিখরে রেখে ডিউটিতে আছি
ডা. মারুফ রায়হান খান  
________________________
আব্বু-আম্মুকে দুশ্চিন্তা আর ভয়ের শিখরে রেখে, না গেলে হয় না বাবা, চলে আসো আব্বু জাতীয় অনুরোধ-অনুযোগ পেছনে ফেলে নাইট ডিউটিতে আছি। আমি জেগে থাকব আর শত কিলোমিটার দূরে থাকা আমার দরদী মা-বাবা আতঙ্কে থাকবেন। মা-বাবা সন্তানকে ভালোবাসেন তার নিজের জীবনের চেয়েও বেশি। ইদানিং তাদের জন্য বড্ড মায়া হয়৷ চোখে পানি উপচে পড়ে। গলা ধরে আসে। অন্যের মা-বাবার রোগের চিকিৎসা করতে হাসপাতালে পড়ে থাকি, আমার নিজের মা-বাবাকে কষ্টে রেখে। আমি জানি না আমি ঠিক করছি না বেঠিক তাদের প্রতিটি প্রহর এতো দুশ্চিন্তায় রেখে। তারা টিভিতে নিউজ দেখেন আর ভয়ে আড়ষ্ট হন। জীবনে শুধু তাদের কাছ থেকে নিয়েই গেলাম। দিতে পারিনি কিছুই এখনও...সময় চাই...মাঝেমাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই আপন নীড়ে, স্বজনদের কাছে, যেখানে প্রতিটি মানুষ আমাকে ভীষণ করে ভালোবাসে। এই লেখা যখন লিখছি, কিছুতেই কান্নাকে পোষ মানাতে পারছি না...আম্মু আব্বুর কথা মনে পড়লেই কান্না আসে।
ডা. মারুফ রায়হান খান
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
সরাসরি পেশেন্ট এটেন্ড করা এবং টেলিমেডিসিন সার্ভিস যুগপৎ চলছে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       