Ameen Qudir
Published:2020-03-29 03:53:54 BdST
আপৎকালে খুলনা ডায়াবেটিককে সম্পূর্ণভাবে করোনা হাসপাতাল বলে ঘোষণা
ডেস্ক 
_________________
আপৎকালে খুলনা ডায়াবেটিককে সম্পূর্ণভাবে করোনা হাসপাতাল বলে ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধারগন। বিশিষ্ট চিকিৎসক এস এম ফরিদ উজজামান বিষয়টি 
সবাইকে জানান। ওদিকে খুলনা ডায়াবেটিকের ভাইস প্রিন্সিপাল ডাক্তার মোঃ মেহেদী নেওয়াজ জানান, 
'পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা ডায়াবেটিক হসপিটাল কে সম্পূর্ণভাবে করোনা হসপিটাল হিসেবে গণ্য করা হবে। যেখানে শুধুমাত্র করোনা পজিটিভ রোগী ভর্তি থাকবে। হোটেল ডি এস ও হোটেল অ্যাম্বাসেডর এ করোনা সাসপেক্টেড রোগী কোয়ারেন্টাইন এ থাকবে। এবং হোটেল রয়েল এ যে সকল চিকিৎসক রোগীর সংস্পর্শে এসেছে( যদি কোয়ারেন্টাইন থাকার প্রয়োজন হয় তবে) তারা ওই হোটেলে থাকবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি ভাবে অন্যান্য সকল রোগের চিকিৎসা সেবা দেয়া হবে।
ডাক্তার মোঃ মেহেদী নেওয়াজ
ভাইস প্রিন্সিপাল খুলনা মেডিকেল কলেজ
সাধারণ সম্পাদক বিএমএ ও স্বাচিপ খুলনা জেলা।'
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       