Ameen Qudir
Published:2020-03-15 19:58:40 BdST
চীনে করোনা নিয়ে গবেষণা করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৫ বিজ্ঞানী যা জানলেন
 
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 
_______________________
চীনে ২৫ জন বিজ্ঞানী গিয়েছিলেন করোনা ভাইরাস সম্বন্ধে গবেষণা করতে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫ জন বিজ্ঞানীকে পাঠিয়ে ছিলেন চীনে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার জন্য। 
সাম্প্রতিক রিপোর্টে বিজ্ঞানীরা জানিয়েছেন কিভাবে রোগ ছড়ায় আর কারা বেশি আক্রান্ত হন
সব চেয়ে কম সম্ভাবনা শিশুদের
COVID 19 এর সচরাচর উপসর্গ জ্বর , শুকনো কাশি আর ক্লান্তি
আক্রান্তদের গড় বয়স ৫১
বাদুর কে মনে করা হচ্ছে উৎস কিন্তু এর মধ্যবর্তী পোষক "Intermediate host কে যে মানুশের মধ্যে তা সম্প্রচার করে তা স্পষ্ট নয়
বলা হচ্ছে সম্প্রচার হয় ঘনিষ্ঠ অনিরাপদ সংস্পর্শে "close unprotected contact "রিপোর্টে বায়ু বাহিত সংক্রমণকে প্রধান সম্প্রচার পথ বলা হচ্ছেনা ।
চীনে বেশির ভাগ মানুষে মানুষে সংক্রমণ ঘটেছে পরিবারের মধ্যে
করোনা ভাইরাস একটি নতুন রোগ জীবাণু যার বিরুদ্ধে মানুষের শরীরে কোন ও ইম্মুনিটি নাই । মানুষ অরক্ষিত ।
১৮ বছরের নিচে যারা তাদের মধ্যে সংক্রমণ সম্ভাবনা কম
কোন উপসর্গ ছাড়া শুরু হয়ে গুরুতর নিউমোনিয়া এমনকি মৃত্যু হতে পারে । সংক্রমণের ৫-৬ দিনের মধ্যে মৃদু শ্বাস যন্ত্রের সমস্যা , জ্বর শুরু হতে পাড়ে।
কী কী উপসর্গ কি পরিমানে
জ্বর ৮৭.৯ শতাংশ
শুকনো কাশি ৬৭.৭ শতাংশ
ক্লান্তি ৩৮.১ শতাংশ
শ্বাসযন্ত্র থেকে কফ , শ্লেষ্মা ,লালা নির্গমন ৩৩.৪ শতাংশ
শ্বাস কষ্ট ১৮.৬ শতাংশ
গলা ব্যথা ১৩.৯ শতাংশ
মাথা ধরা ১৩.৬ শতাংশ
শীত শীত ভাব ১১.৬ শতাংশ
গুরুতর ভাব
দৃঢ় প্রতিপ ন্ন ৮১ শতাংশ রোগী ছিলেন মৃদু থেকে মাঝারি মানের ,
১৩.৮ গুরুতর ৬.১ সঙ্কটাপন্ন
যারা ৬০ ঊর্ধ্ব আর জাদের অন্য অসুখ এদের আক্রমণ সম্ভাবনা বেশি
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       