Ameen Qudir
Published:2020-03-11 19:42:18 BdST
করোনা চিকিৎসার্থে ডাক্তারসহ সকল স্বাস্থ্য কর্মীর নিরাপত্তা চাই
অধ্যাপক ডা. এম আবুল হাসনাত মিল্টন  
_______________
কোভিড১৯ চিকিৎসার্থে ডাক্তারসহ সকল স্বাস্থ্য কর্মীর নিরাপত্তা প্রসঙ্গে
বাংলাদেশের মানুষকে নোবেল করোনা১৯ ভাইরাস থেকে রক্ষার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। তবে কোভিড১৯ আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণে বা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যাপারটা কি আমরা সমান গুরুত্বের সাথে দেখছি? এই যে প্রতিদিন হাজার হাজার রোগী জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে-ক্লিনিকে-স্বাস্থ্যকেন্দ্রে-চেম্বারে ডাক্তারের কাছে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে নোবেল করোনা১৯ ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য ডাক্তারদের নিজস্ব নিরাপত্তার বিষয়টি চোখে পড়ছে না।
ডেঙ্গুর মত কোভিড১৯ বিরোধী যুদ্ধে ফ্রন্ট লাইনে যুদ্ধরত ডাক্তারসহ সকল স্বাস্থ্য কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কী কী পদক্ষেপ নিয়েছে/নিচ্ছে সে ব্যাপারে জানতে চাই।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       