Ameen Qudir
Published:2020-03-05 01:15:52 BdST
বিশ্ব জুড়ে বাড়ছে কিডনি রোগ : ক্রনিক কিডনি রোগে মৃত্যুও বাড়ছে
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের সব্যসাচী
___________________
অথচ এগুলোর অনেক টা ছিল প্রতিরোধ যোগ্য ,। ক্রনিক কিডনি রোগ যখন কারো হয় তখন কিডনি ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে । স্বাভাবিক ভাবে কিডনি বাড়তি তরল আর বর্জ্য পরিস্রুত করে কিন্তু অকেজো হয়ে গেলে এসব জমতে হাকে শরীরে । প্রথম দিকে কোন লক্ষণ উপসর্গ থাকেনা কিন্তু চিকিৎসা না হলে ক্রমে তা কিডনি নিস্ক্রিয়ার অন্তিম পর্যায়ে পৌঁছে তখন প্রয়োজন হয় ডায়া লিসিস বা কিডনি ট্রান্স প্লান্ট । এদের হৃদ রোগ আর স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে । উচ্চ রক্তচাপ আর ডায়ে বে টি স কখনো করে ক্রনিক কিডনি রোগ বা CKD. কখন ও ভারি ধাতু বা বিষাক্ত দ্রব্যের সম্মুখিন হলে , এইচ আই ভি সঙ্ক্রমন হতে পারে কারন । এর প্রাথমিক কারন অনেক সময় থাকে অজ্ঞাত । এর নিরাময় নাই তবে জীবন শৈলীতে পরিবর্তন একে ধীরগতি করতে পারে ।
জগত বিখ্যাত মেডিক্যাল জরনেল ল্যন্সে টে প্রকাশিত নিবন্ধে ক্রনিক কিডনি রোগের বৈশ্বিক বোঝা অনুমান করে বিজ্ঞানীরা বলেন
২০১৭ সালে পৃথিবীতে ৭০ কোটি মানুষের ছিল ক্রনিক কিডনি রোগ আর এতে মৃত্যু হয়েছে ১২ লক্ষ লোকের । এছাড়া ক্রনিক কিডনি রোগের কারনে হৃদরোগ আর স্ট্রোকে মৃত্যু হয়েছে আরও ১৩ লক্ষ ৬০ হাজার লোকের । ১৯৯০ -২০১৭ তুলনা করে দেখা গেল মৃত্যু হার বেড়েছে ৪১ শতাংশ । অন্তিম পর্যায়ে কিডনি রোগের ডাইয়া লিসিস আর ট্রান্স প্লান্টের হার বেড়েছে ৪৩ আর ৩৪ শতাংশ ।_____________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       