Ameen Qudir
Published:2020-02-20 05:16:59 BdST
শরীর নয়,যেন গাছের শুকনো ডাল, বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা
ডেস্ক 
___________________
এক বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা । ট্রিম্যান সিন্ড্রোম’-এ ভুগছে ছত্তিশগঢ়ের বস্তার জেলার কিশোরী পূজা ( আসল নাম দেওয়া হল না ) ৷ জন্মের এক বছরের মধ্যেই পূজার বাঁ পায়ে একটা দাগ লক্ষ্য করা যায় ৷ কিন্তু সেই ছোট্ট দাগই ধীরে ধীরে বড় হতে থাকে ৷ ক্রমেই দুটি পা-তেই তা ছড়িয়ে পড়ে ৷
শুধু পা-ই নয়, হাত এবং ঘাড়েও ছড়িয়ে পড়েছে এই ঘা ৷বিরল এই রোগের নাম এপিডারমোডিপ্লেসিয়া ভেরিউসিফর্মিস। নামের মতই রোগটাই অত্য়ন্ত জটিল ও বিরল। অথচ এই ভয়ঙ্কর রোগের কোনও তেমন চিকিত্সা নেই। এই রোগে আক্রান্ত হলে শরীরের যেকোনও অংশ গাছের ডালপালার আকার ধারণ করে। এদিকে বিশেষজ্ঞরাও এই রোগ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাতে মানুষ এই রোগের কবলে না পড়ে।
আর আক্রান্ত হলেও যেন মুক্তি পায়। সূত্রের খবর, এর ঠিকঠাক কোনও চিকিত্সাও না থাকার দরুণ মেয়েকে নিয়ে দান্তেওয়াড়া জেলার ইন্দ্রাবতী নদীর ধারে তুমরি গুন্ডা গ্রামে এখন রয়েছেন পূজার পরিবার । মাওবাদী অধ্যূষিত ওই এলাকায় এমনিতেই চরম সমস্যায় থাকেন সাধারণ মানুষ । তার উপর এই জটিল রোগের চিকিত্সা কী হবে, তা নিয়ে স্বভাবতই এখন চরম চিন্তায় পূজার পরিবার।
সংবাদ সৌজন্য আজবাংলা কলকাতা
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       