Ameen Qudir
Published:2020-02-05 00:28:29 BdST
খুলনায় স্যাকমো- র ছুরিকাঘাতে শিশু বিশেষজ্ঞ ডাক্তার গুরুতর আহত
ডেস্ক 
_________________
খুলনায় উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ( এস এ সি এম ও : স্যাকমো) র ছুরিকাঘাতে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আহত হয়েছেন। ৩ ফেব্রুয়ারি২০২০ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান (৪০) তার চেম্বারে এই রক্তাক্ত হামলার শিকার হন। হামলাকারী উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) মহাসিন গাজী। তাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
অন্যদিকে ডা. উত্তমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্যাকমো মহাসিন গাজী ব্যাক্তিগত শত্রুতার জের ধরে ডা. উত্তম কুমারকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর স্থানীয়রা ডা. উত্তমকে উদ্ধার করেন এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একইসঙ্গে মহাসিনকে আটক করেন। পরে তাকে ফুলতলা পুলিশে সোপর্দ করা হয়।

মহাসিন গাজী বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
মহাসিন পুলিশের কাছে দাবি করেন , একসঙ্গে কাজ করার সময় ডা. উত্তম বেশিরভাগ রোগীকে না দেখে তার কাছে পাঠাতেন। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় ছুরিকাঘাত করেছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে মহাসিন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       