Ameen Qudir
Published:2019-11-29 06:02:10 BdST
মেডিকেল ক্যাম্পাসে অভিশপ্ত ক্রাইম: ভিকটিম ৪২ বছর ধরে কোমায়, ধর্ষক দিব্যি মুক্ত
ডা. অমিত দাস 
_______________
সাল ১৯৭৩, ২৭ নভেম্বর। 
আজ থেকে ৪৬ বছর আগে এক অভিশপ্ত দিনে এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলেন নার্স অরুনা শানবাগ যা তাকে দীর্ঘ ৪২ বছর কোমাতে ফেলে দিয়েছিল।
আজকের দিনে কি এমন ঘটনা ঘটেছিল যে ওই তরুণী নার্সের এমন পরিনতি হয়েছিল?
,
অরুনা মাত্র১৮ বছর বয়সে নার্স হওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ে।
কঠিন পরীক্ষায় ভালোভাবে পাশ করে মহারাষ্ট্রের কে,ই, এম হাসপাতালে জয়েন করে। মিষ্টি ব্যবহারের জন্য
সবার প্রিয় হয়ে ওঠে অরুনা।
জুনিয়র ডাক্তার সঞ্জয়ের মন কেড়ে নেয় সুন্দরী, কাজে দক্ষ এই তরুণী ।
ভবিষ্যতে ডাক্তার স্বামীর সাথে নিজেদের ক্লিনিক খুলবে, বিদেশে গিয়ে অ্যাডভানস নার্সিং পড়বে এই স্বপ্নে এতটাই বিভোর যে খেয়ালই করেনি একটা পাষন্ডের কুনজরে ও পড়েছে।
হাসপাতালের অস্থায়ী সুইপার শোভনলালের ঘৃণ্য লোলুপ দৃষ্টির বিন্দুমাত্র আভাস ও পায়নি।
আজ এই দিনই ৪৬ বছর আগে ২৭নভেম্বর অরুনার ইভনিং ডিউটি ছিল। আজ ও ভীষণ খুশি সঞ্জয়ের সাথে বিয়ের দিনক্ষণ ঠিক হচ্ছে । নিজের অজান্তেই হাতের আঙুলে সঞ্জয়ের পরানো আংটি টাতে চোখ চলে যাচ্ছে আর মুখ লজ্জায় রাঙা হচ্ছে । ডিউটি শেষ করে চেনজিং রুমের দরজা বন্ধ করে সঞ্জয়ের দেওয়া শাড়িটা পরল, জানতেও পারল না একটা জানোয়ার কখন থেকে ঘাপটি মেরে ওর জন্য লুকিয়ে আছে আর ওকে লক্ষ্য করছে।
হঠাত্ শব্দে মুখ ঘুরিয়ে দেখতে পাই শোভনলালকে, চিৎকার করার আগেই জন্তুটা ওর গলায় পেঁচিয়ে দেয় কুকুর বাঁধা চেন, জখম অবস্থায় ওকে ধর্ষণ করে, অরুনার তখন পিরিয়ড চলছিল , এনাল সেক্স এর মত জান্তব কাজ করে ওকে অর্ধমৃত অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যায় শোভপলাল।
পরের দিন সকালে অরুনা উদ্ধার হয়। মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটায় অরুনা কোমাতে চলে যায় ।
শোভনলালের ৭ বছর শাস্তি হয়,৭বছর পর শোভনলাল মুক্তি পায়, অরুনা জীবন্ত লাশ হয়ে থেকে যায় ।
অরুনা শানবাগ এক অভিশপ্ত জীবন।
দীর্ঘ ৪২ বছর কোমাতে বাঁচা জন্য লড়াই করেছেন কিন্তু পারেননি ২০১৫ সালে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছেন।
অরুনা শানবাগ ন্যায় ব্যবস্থার বিকলাঙ্গতার এক জ্বলন্ত উদাহরন যেখানে অপরাধী ৭ বছরের সাজা কাটায় আর ভিকটিম ৪২ বছরের কোমা।
রোগীর সেবায় নিবেদিত জীবনের প্রতিদানে পাওয়া৪২বছরের অভিশপ্ত জীবনের নাম হল অরুনা শানবাগ । 
সব নার্স দের হয়ে এই অভাগী নার্সের জন্য অনেক শ্রদ্ধা আর সমবেদনার জানায়।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       