Ameen Qudir
Published:2019-09-04 18:01:18 BdST
পেশেন্ট পার্টি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ডাক্তারের একটা চোখ শেষ করে দিয়েছে প্রায়
ডা. প্রীতম মন্ডল
_______________________
ভদ্রলোকের নাম ডক্টর মনীষ। অর্থোপেডিক সার্জেন। থাকেন দেওঘরে।
গতকাল পেশেন্ট পার্টি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে একটা চোখ শেষ করে দিয়েছে প্রায়। দৃষ্টি আদৌ আছে কিনা জানি না। তারপর রুগীর পরিজন বাড়িতে এনার স্ত্রী'কে ফোন করে জোর করে বাড়ি থেকে ফাঁকা চেক বই নিয়ে যায়। ডক্টর মনীষকে দিয়ে একের পর এক ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেয় এবং এনার সারা জীবনের সঞ্চয়টুকু তুলে নেয় ব্যাংক থেকে। তারপর তাকে আবার মার ধর করে রাস্তার ধারে ফেলে রেখে যায়!
মেরেছে তো কি হয়েছে ?? উনি তো ডাক্তার, অর্থাৎ পাবলিক সম্পত্তি, অর্থাৎ কেলাও শালাদের। এরকম একটা দুটো ডাক্তার মরলে কার কি!
পুনশ্চঃ - রুগীর পরিবার নাকি ওই ডাক্তারের পাড়া পড়শী!! 
_______________________

ডা. প্রীতম মন্ডল, কলকাতা। পড়াশোনা করেছেন কলকাতা ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       