Ameen Qudir
Published:2019-07-30 10:18:06 BdST
ডেংগু রোগের পরীক্ষা মূল্য বেসরকারি হাসপাতালে ৫০০টাকা,ঢাকা মেডিকেলে আরও কম
ডেস্ক 
_________________________
ডেঙ্গু রোগ প্রতিরোধের কাজে নানা উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।
রক্তরোগ বিশেষজ্ঞ প্রথিতযশ সঙ্গীতশিল্পী ডা. গুলজার হোসেন উজ্জ্বল জানাচ্ছেন ,
স্বাস্থ্য অধিদপ্তর একটি ভাল কাজ করেছে। বেসরকারি হাসপাতালে ডেংগু রোগের পরীক্ষার জন্য মূল্য বেঁধে দিয়েছে৷ সেই সাথে আরো কিছু পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছে।
১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবেঃ
ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/- 
খ) IgM + IgG অথবা IgM/ IgG- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/- 
গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।
*মূল্য সমূহ অদ্য ২৮ জুলাই ২০১৯ খ্রিঃ হতে কার্যকর হবে।
২) সকল প্রাইভেট হাসপাতাল/ ডায়াঃ সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য ১ টি 'ওয়ান স্টপ সেন্টার' চালু করবে।
৩) সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।
বিঃদ্রঃ 
ঢাকা মেডিকেলের ভাইরোলজি বিভাগে উপরোক্ত পরীক্ষাগুলো এরচেয়েও কম মূল্যে পাবেন। তারা সরকারি, আর মানও অনেক ভাল।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       