Ameen Qudir
Published:2019-03-28 22:24:39 BdST
তালডাংরা গ্রামীণ হাসপাতাল: খনার ভয়ে যম যেখানে আসে না
ডেস্ক 
_____________________
তালডাংরা গ্রামীণ হাসপাতাল । অসাধারণ একটি হাসপাতাল । গ্রামীন মানুষের সেবায় তাদের কাজ। সেজন্য তারা প্রচার কাজে ব্যবহার করছে খনার সব বচন। 
রোগকে শুধু ওষুধে নয়, সারাতে প্রাকৃতিক সব বিষয়কেও জীবনের অঙ্গ করছেন তারা। পুরো ক্যম্পাস জুড়ে অনন্য সব লোককথা।

প্রতিটি গাছে সদুপদেশ। যেসব পালন করলে রোগ ব্যাধি কাছে ঘেষতে চাইবে না। 
আসুন, সেসব কথামালা পড়ি চিকিৎসার দেবী প্রতিমা খনার। 
তালডাংরা গ্রামীণ হাসপাতাল-এর অবস্থান পশ্চিমবাংলার তালডাংরায়








আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       