Ameen Qudir
Published:2019-03-20 07:49:38 BdST
এক যোগে তিনি মেডিসিন গাইনী ও শিশু বিশেষজ্ঞ !!!
ডেস্ক 
_____________________
এক যোগে তিনি মেডিসিন গাইনী ও শিশু বিশেষজ্ঞ। তার উপর আবার মেডিকেল কর্মকর্তা। এই বহুমুখী প্রতিভা চিকিৎসা দিচ্ছিল সবাইকে বোকা বানিয়ে। কিন্তু বিধি বাম। চিকিৎসা দেওয়ার সময় গ্রেপ্তার হয়েছে গাজীপুরে। র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের বিশেষ দল ওই ডাক্তার পরিচয়ের প্রতারকদের গ্রেপ্তার করে।
গাজীপুরে র্যাবের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ফোর্সসহ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন মনিপুর বাজার, গ্যালাক্সী হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান পরিচালনা করে ডাক্তারের চেম্বারের রুম থেকে রোগী দেখার সময় ডাক্তার পরিচয়ে চাঞ্চল্য সৃষ্টিকারী মেডিসিন গাইনী ও শিশু বিশেষজ্ঞ সিনিয়র মেডিক্যাল অফিসার প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য এম এইচ এ হায়দার আলীকে গ্রেপ্তার করে। সে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ঝাউবাড়ী গ্রামের মৃত সামসুল হকের সন্তান। অপরজন হলেন শ্রীপুর থানার ইন্দ্রপুর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের সন্তান মোঃ সাইফুল ইসলাম(২৮)।
তাদের দখল থেকে ডাক্তারী চিকিৎসার বিভিন্ন যন্ত্রাপাতি, ভিজিটিং কার্ড, ডাক্তারী সার্টিফিকেট, ডাক্তারী চিকিৎসার ব্যবস্থাপত্র প্যাড, ব্যক্তিগত সীল ও নগদ ২৫০৭৪ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ডায়াগনস্টিক কর্তৃপক্ষের নামেও মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবে কর্মরত মহিউল ইসলাম।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       