ডা শাহাদাত হোসেন
Published:2022-11-22 22:39:34 BdST
বিএসএমএমইউয়ে মহাসমারোহে ৫৪তম শেবাচিম দিবস উদযাপিত
ডেস্ক 
____________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫৪ তম শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম)দিবস উৎসব মুখর পরিবেশে উদযাপন হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতি।
শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন।
এ আনন্দ শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মরত শেবাচিমের প্রাক্তন ছাড়াও রাজধানীতে কর্মরত শেবাচিমের প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণ করেন।

২. 
রবিবার ২০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধীন বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত লাইভ ট্রান্সমিশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ । এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।

৩.
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইপনা ও শিশু নিউরোলজি বিভাগের উদ্যোগে শিশুদের স্নায়বিক বিকাশজনিত সম্যসার সমাধানে ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন (ওয়ার্কশপ অন ডেভলভমেন্ট অব ম্যানেজমেন্ট গাইডলাইন ফর পেডিয়াট্রিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডাস) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় রবিবার (২০ নভেম্বর ২০২২) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু। কর্মশালায় ইপনার পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, শিশু নিউরোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান, ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরো সাইন্সের শিশু নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র সাহা, এনডিডিএস প্রটেকশন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের মাঝে ¯ স্নায়বিক রোগ ও সমস্যা বেশি দেখা যায়। এ ধরণের সমস্যায় থাকলে শিশুদের কথা বলা, শিক্ষা গ্রহণ এমনিক ভবিষ্যতে তাঁদের কর্মক্ষেত্র ও পেশায় সমস্যা হয়। শিশুদের মাঝে লুকিয়ে থাকা অনেক প্রতিভা ও ক্ষেত্র বিশেষে তাঁদের দক্ষতাগুলোও হারিয়ে যায়। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালা সংশ্লিষ্ট চিকিৎসকদের শিশুদের স্নায়বিক বিকাশজনিত সমস্যাসমূহের ব্যবস্থাপনায় দক্ষতা আরো বৃদ্ধি পাবে। #
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       