ডা শাহাদাত হোসেন
Published:2022-07-03 20:51:03 BdST
চেয়ারম্যানদের সঙ্গে সভায় যে নির্দেশনা দিলেন বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ সংবাদ সংস্থা 
______________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল নটায় (২ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবার বিষয়ে আলোচনা করা হয়। সকল বিভাগের সার্ভিসের মান আরও উন্নয়ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার সভাপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মান আরও বৃদ্ধি করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সেবার মান আরও বৃদ্ধি হবে।
পদ্মা সেতু উদ্বোধন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, পদ্মা সেতু চালুর ফলে সকল খাতের ব্যাপক উন্নয়ন হবে। জীবন যাত্রার মান বাড়বে। দেশের অর্থনৈতিক রূপ বদলে যাবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ল্যাব. সার্ভিসের মান বৃদ্ধির জন্য ওয়ান পয়েন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত জন গুরুত্বপূর্ণ একটি সভায় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অংশ নেন। ল্যাব. সার্বিস সহজীকরণ সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তিনি।
বিএসএমএমইউ’র উপাচার্যের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন
________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন চালুর অপেক্ষায় থাকা নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
শনিবার দুপুর ১ টায় (২ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসাপাতাল নির্মাণ কাজের সর্বশেষ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নির্মাণ কাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। খুব দ্রুত এ হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানান তিনি। তাই দ্রুত বাকি কাজ সম্পন্ন করার জন্য নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠানকে অবহিত করেন তিনি।
এসময় সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান,প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. নূর ই এলাহী, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন, উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার –ই- মাহাবুব, ডেপুটি রেজিস্ট্রার (চিকিৎসক) ডা. মুহম্মদ কামাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       