ডা শাহাদাত হোসেন
Published:2022-05-31 19:47:20 BdST
বিএসএমএমইউতে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ ও এমডি কোর্স চালু করা হবে
বিএসএমএমইউ মিডিয়া সেল 
_______________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩য় আন্তর্জাতিক শিশু হরমোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় (৩০ মে ২০২২ ) বিশ্ববিদ্যালয়ের মিলন এর আয়োজন করে বাংলাদেশ শিশু হরমোন সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বাচ্চার জন্মের আগেই মাতৃগর্ভে ত্রুটি নির্ণয়ের যন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষণা ও সেরা আর্টিকেলের লেখককে ভিসি এ্যাওয়ার্ড দেয়া হবে। সময়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে আলাদা করে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগ খোলা হবে। একই সঙ্গে শিশু এন্ড্রোক্রাইনোলজি বিভাগে এমডি কোর্সও চালু করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মঞ্জুর হোসেন। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের শিশু এন্ড্রোক্রাইনোলজি বিশেষজ্ঞগণ, শিশু চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       