ডেস্ক
Published:2022-03-03 06:41:31 BdST
সুপার স্পেশালাইজড হাসপাতাল,গবেষণা,রোগী সেবার যাবতীয় পদক্ষেপ নিতে উপাচার্যকে নির্দেশ প্রধানমন্ত্রীর
এই মহামারীর সময়ে সরাসরি সাক্ষাৎ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
_________________
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আজ বুধবার ২ মার্চ ২০২২ইং তারিখে গণভবনে সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের সর্বশেষ অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম, মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মনোযোগসহকারে এসব কথা শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের চালু হলে রোগীদের যাতে চিকিৎসাসেবার জন্য বিদেশে যেতে না হয় সেজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার পরিধি বিস্তৃত করতে আরো জায়াগা বরাদ্দ দেওয়া যায় কিনা সে বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচননায় রয়েছে বলে জানান। কোভিডকালীন এই মহামারীর সময়ে সরাসরি সাক্ষাৎ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       