Dr. Aminul Islam
Published:2022-01-05 23:06:22 BdST
অভিনন্দন বিএসএমএমইউর নতুন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. হেলাল উদ্দিন
বিএসএমএমইউ সংবাদদাতা 
_______________________
বাংলা দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সেবালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. হেলাল উদ্দিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির সহকারী প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ‘অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁকে সহকারী প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে তাঁকে ডেপুটি রেজিস্ট্রার পদে পদায়ন করা হলো।’
বিএসএমএমইউর নতুন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় ডা. হেলাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। 
তিনি বলেন, ডা. হেলাল উদ্দিন একজন দক্ষ প্রশাসক। তাঁর অব্যাহত কর্মদক্ষতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও সমৃদ্ধ হবে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       