Dr. Aminul Islam
Published:2021-12-13 03:33:45 BdST
মায়ের সঙ্গে কিছুক্ষণ
বিএসএমএমইউ সংবাদ দাতা 
___________________
মায়ের সঙ্গে কিছু সময় কাটানো, স্বর্গে কিছু সময় কাটানোর সমতুল্য।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সময় সুযোগ হলে এই মধুরম কাজটি করেন। মায়ের সান্নিধ্যে গিয়ে আশীর্বাদ নেন মায়ের। 
জানা যায়, এই আশীর্বাদ তাঁর কর্ম প্রেরণা হিসেবে কাজ করে। তিনি তাঁর প্রতিদিনের ব্যস্ত কর্ম ক্লান্ত জীবনে অফুরন্ত উদ্যমের সন্ধান পান।
আজ ১২ ডিসেম্বর ২০২১ইং তারিখে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজ বাড়িতে তাঁর পরম মমতাময়ী মাতা হোসনে আরা বেগমের সাথে কিছুক্ষণ সময় অবস্থান করেন। ছবি: মোঃ বাহালুল পিয়াস।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       