Dr.Liakat Ali
Published:2021-10-18 00:49:57 BdST
“স্বাস্থ্য সেবার স্বপ্ন-সারথি” উপাধিতে ভূষিত হলেন বিএসএমএমইউ উপাচার্য
বিএসএমএমইউ সংবাদ দাতা 
____________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ “স্বাস্থ্য সেবার স্বপ্ন-সারথি” উপাধিতে ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নার্সিং কর্মকর্তাবৃন্দ উপাচার্য মহোদয়কে এই উপাধিতে ভূষিত করে আজ রবিবার ১৭ অক্টোবর ২০২১ইং তারিখে এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সকল শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য হেলথ কার্ড (স্বাস্থ্যসেবা কার্ড) চালুর মহতী উদ্যোগের প্রধান উদ্যোক্তা হিসাবে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয়কে ‘স্বাস্থ্য সেবার স্বপ্ন সারথি’ উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৩ বছর পর এই হেলথ কার্ড চালু করা হল।

সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       