ডেস্ক
Published:2021-09-30 23:32:09 BdST
অতিমারী মোকাবিলায় বিএসএমএমইউর ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের ধন্যবাদ আচার্য ও রাষ্ট্রপতির
বিএসএমএমইউ সংবাদ দাতা 
_____________________
বাংলাদেশের রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ করোনা মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা ও ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানান। গত ২৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এই প্রশংসা করেন এবং ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের ধন্যবাদ জানান। এসময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেন। 
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বিশেষ করে দেশের রোগীরা চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে না যায় বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপাচার্য মহোদয় রাষ্ট্রাপতিকে করোনা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড, নন-কোভিড রোগীদের চিকিৎসাসেবামূলক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও তাদের চিকিৎসার জন্য হেলথ কার্ডের ব্যবস্থাসহ বিবিধ কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি গভীর মনোযোগ সহকারে এ সকল বিষয় শোনেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর এগিয়ে নিতে মূল্যাবান পরামর্শ প্রদান করেন। 
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       