Dr.Liakat Ali
Published:2021-09-28 00:35:49 BdST
বিএসএমএমইউতে জরায়ু ক্যান্সার নির্ণয়ে এইচপিভি টেস্ট শুরুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিএসএমএমইউ সংবাদ দাতা 
_____________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জরায়ু ক্যান্সার নির্ণয়ে এইচপিভি টেস্ট শুরুর লক্ষ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ এবং ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এন্ড ট্রেনিং এর মধ্যে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এই সমঝোতা স্মারক জরাযু ক্যান্সার নির্ণয়, এ সংক্রান্ত চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহতী এই অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এন্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এন্ড ট্রেনিং প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উলাহ মুন্সী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান ও নিউজ: প্রশান্ত মজুমদার।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       