ডেস্ক
Published:2021-08-24 04:43:15 BdST
বিএসএমএমইউতে প্রফেসর এমিরেটাস, উপাচার্য পুরস্কার ও প্রতি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নিলেন উপাচার্য
বিএসএমএমইউ সংবাদ দাতা 
________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিটি বিভাগে পিএইচডি ডিগ্রি চালু, প্রফেসর এমিরেটাস ও ভালো থিসিসের জন্য উপাচার্য পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (২৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটরিয়ামে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সেস’ বিষয়টি ২৪ বছর আগে বাস্তবায়ন হওয়া উচিত ছিল। বিএসএমএমইউর বর্তমান প্রশাসন উচ্চতর চিকিৎসা শিক্ষা, বিশ্বমানের চিকিৎসাসেবা ও গবেষণা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নিয়েছে। প্রফেসর এমিরেটাস ও ভালো থিসিসের জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর এওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিভাগের কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য বিভাগীয় প্রধান চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       