ডেস্ক
Published:2021-07-18 01:15:16 BdST
বিএসএমএমইউ BSMMUতে সবুজ ফিরিয়ে আনতে শতাধিক ঔষধি, ফলজ, বনজ গাছের চারা রোপণ করলেন উপাচার্য
ডেস্ক 
_________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ BSMMU তে সবুজ ফিরিয়ে আনতে 
শতাধিক ঔষধি, ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। এসব গাছ বড় হলে বিএসএমএমইউকে ছায়া ও অক্সিজেন।
বিএসএমএমইউ এক বিজ্ঞপ্তিতে জানায়,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। মাননীয় উপাচার্য মহোদয় আজ শনিবার ১৭ জুলাই ২০২১ইং তারিখ সকাল ১১টায় বিএসএমএমইউ ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে পেয়ারা গাছ লাগিয়ে মহতী এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ পবিবেশ রক্ষার্থে ও জলবায়ুর ক্ষতিকর হাতকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং কেউ যদি ১টি গাছ কাটে কমপক্ষে ১০টি গাছের চারা রোপণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শতাধিক ঔষধি, ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। গাছের চারার মধ্যে রয়েছে অর্জুন, নিম, পেয়ারা, কাঁঠাল, জাম, কদবেল, নারিকেল, আমলকি, চালতা, আমড়া, জাম্বুরা, বেল, তেজপাতা, রঙ্গন, গন্ধরাজ, হাসনাহেনা, টগর ইত্যাদি। এদিকে মাননীয় উপাচার্য মহোদয় আজ শনিবার সি ব্লকে অধ্যাপক সামাদ সেমিনার হলে ‘রেশনাল ইউজ অফ অক্সিজেন ইন ম্যানেজমেন্ট কোভিড-১৯ প্যাশেন্ট: গাইডলাইন ডেভলমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোভিড ১৯ এ আক্রান্ত ও মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য যাতে অক্সিজেনের সংকট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অক্সিজেনের জন্য যাতে জরুরি অপারেশন কার্যক্রম ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। রোগীরা যাতে প্রয়োজন মতো অক্সিজেশন পায় সেদিকে তীক্ষè দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন ইতোমধ্যেই কার্যকরী উদ্যোগ নিয়েছে। এসকল প্রোগ্রামে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, এ্যানেসথেশিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বনিক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 
যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিলেন ৯৫০ জন
এদিকে আজ বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ১৭ জুলাই ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৬৪ হাজার ৭ শত ৪৯ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৬ হাজার ৭ শত ১২ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে ১৭ জুলাই ২০২১ইং তারিখে ৯ শত ৫০ জনসহ মোট ১৫ শত ৯০ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গতকাল ১৪ জুলাই ২০২১ইং পর্যন্ত ফাইজারের ৯ হাজার ৫ শত ৬৪ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন। আজ ১৫ জুলাই ২০২১ইং পর্যন্ত ৫৯ হাজার ১ শত ৪৪ জন এবং গত ৭ জুলাই পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ২ শত ১৬ জন। কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ ১৭ জুলাই পর্যন্ত ১০ হাজার ৫ শত ৫৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৭ শত ৭৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৭ শত ৬৭ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ২০৮ জন। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার। ছবি: মোঃ সোহেল গাজী।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       