ডেস্ক
Published:2021-05-25 16:26:27 BdST
বিএসএমএমইউ-র কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিলেন ওবায়দুল কাদের
ডেস্ক 
____________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার টিকা র দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ মে।
বিএসএমএমইউর প্রোভিসি প্রফেসর ডাঃএকেএম মোশাররফ হোসেনের এক লেখায়  জানা যায়,
"২৪ মে সকালে বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এস্ট্রাজেনেকা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। উল্লেখ্য ভারতে একটি গবেষনায় দেখা গেছে, ১১ কোটি লোকের ২ ডোজ টিকা নেওয়ার পর করোনা হবার ঝুঁকি মাত্র .০৩%। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত সিদ্ধান্তে এই টিকা প্রাপ্তি করোনা মোকাবেলায় করেছে বাংলাদেশের সুসংহত অবস্থান।সক্ষমতার দিক থেকে করোনা মোকাবেলায় উপমহাদেশে সবার উপরে আমাদের অবস্থান এবং পুরো পৃথিবীতে ২০তম। জয় বাংলা জয় বংগবন্ধু।"
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       