ডেস্ক
Published:2021-05-22 19:45:55 BdST
বিএসএমএমইউ র আউট ডোর পূর্ণ উদ্যমে চালু
ডেস্ক
_______________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিএসএমএমইউ র আউট ডোর পূর্ণ উদ্যমে চালুর উদ্যোগ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিনআহমেদ।
জানা যায়, উপাচার্যের বিশেষ নির্দেশনা মোতাবেক আউট ডোর সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত চলবে।
এখন থেকে রোগীরা আউট ডোর এর নিয়ম মেনে বাংলা দেশের সর্বোত্তম চিকিৎসা সেবা নিয়মিত নিতে পারবেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       