ডেস্ক
Published:2021-03-22 15:59:26 BdST
বাংলা একাডেমি বইমেলার শ্রেষ্ঠ আকর্ষণ " সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে" র বই উদ্বোধন উৎসব আজ
ডেস্ক 
-----------------------------
বাংলা একাডেমি বইমেলার শ্রেষ্ঠ আকর্ষণ " সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে" র আজ মোড়ক উন্মোচন হবে। অপরাহ্নে বইমেলা চত্বরে এই বই উদ্বোধন উৎসব হবে। বইটি লিখেছেন বাংলা দেশের প্রথিতযশ মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডা ঝুনু শামসুন নাহার। বইটির সুনাম এর মধ্যেই এপার বাংলা, ওপার বাংলা ; দুই বাংলাতেই ছড়িয়ে গেছে।
এর মধ্যেই পাঠকরা জেনে গেছেন, এবারের বাংলা একাডেমি বইমেলায় শ্রেষ্ঠ সংযোজন 
" সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে "। 
কলকাতার বিশিষ্ট সাংবাদিক লেখক লোক সেবা কর্মী 
অন্তর সাহা এই বই সম্পর্কে অাগাম জেনে জানিয়েছিলেন, 
" বাংলাদেশের বইমেলায় সেরা আকর্ষণ
হল বাংলাদেশের প্রখ্যাত মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডা ঝুনু শামসুন নাহার এর লেখা অনন্য গ্রন্থ " সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে"।
বাংলা একাডেমি বইমেলায় মানসম্পন্ন বই প্রকাশনা এখন হাতে গোনা। হাজার হাজার বই কবিতা উপন্যাস রান্না বান্না বেরুলেও সেরা বই বের হয় শ খানেকও নয়।
অধ্যাপক ডা ঝুনু শামসুন নাহার এর লেখা এ-ই "সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে" বইটি মূল্যবান ও অনন্যতায় সেরা।
এটি বাংলাদেশের চলমান প্রকাশনাশিল্পের শ্রেষ্ঠ সংযোজন।
বাংলাদেশের বর্তমান প্রকাশনা শিল্পে এ ধরণের দরকারী, অমূল্য প্রকাশনা হয় না বললেই চলে।
অধ্যাপক ডা ঝুনু শামসুন নাহার সেরকম জীবনমূল্যদায়ী অনন্য জীবন কথা বয়ান করলেন বইয়ে।
যার ঐতিহাসিক লেখ মূল্য সময়ের পিঠে রেখে যাবে এক নারী সাইকিয়াট্রিস্টএর খেরোখাতা। ""
অধ্যাপক ডা ঝুনু শামসুন নাহার তাঁর বই সম্পর্কে মিত প্রতিক্রিয়ায় বলেন,
বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে। বাঙ্গালা গবেষণা থেকে।
বইটি পড়ে সাধারন জনগন মানসিক রোগ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন। মনোরোগের মনস্তাত্ত্বিক চিকিৎসা সম্পর্কেও খানিকটা আন্দাজ করতে পারবেন। আমি মনে করি সাইকিয়াট্রি ও সাইকোলজির প্রশিক্ষনার্থীরাও এ বইটির মাধ্যমে উপকৃত হবেন। রোগী ও রোগের বিবরণে প্রয়োজনে কোনো কোনো জায়গায় গল্পের আকারে বলা হয়েছে; আবেগের প্রকাশও আছে। আশাকরি সাহিত্যমনস্ক মানুষও ভাললাগার উপাদান পাবেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       