Dr. Aminul Islam
Published:2021-01-28 16:38:16 BdST
করোনার টিকা নিলেন ভিসি কনক কান্তি বড়ুয়া : বিএসএমএমইউ-সহ ৫ হাসপাতালে টিকা দেওয়া শুরু
ডেস্ক 
_______________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ দিনের প্রথম টিকা নিয়েছেন।
সাফল্যের সাথে বাংলা দেশের শীর্ষ চিকিৎসা সেবালয় বিএসএমএমইউ থেকে শুরু হল করোনার টিকা দানের ২য় দিনের মহতী কর্মসূচি। করোনার করাল থাবা থেকে বাঁচাতে, মানুষকে নয়া জীবনদানের কর্মসূচিতে জোর কদমে এগিয়ে এলেন জীবন রক্ষার অতন্দ্র চিকিৎসক সমাজ। 
বিএসএমএমইউ সহ বাংলাদেশের 
রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু হলো। 


আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া দিনের প্রথম টিকা নিয়েছেন। আজ এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ মোট ২০০ জনের টিকা নেওয়ার কথা আছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ,মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৪০০ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এর টিকা নেবেন। 
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৬০ জন স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হবে। এ দুটি হাসপাতালেও সম্পন্ন হয়েছে টিকাদানের প্রস্তুতি। সব মিলিয়ে পাঁচ হাসপাতালে পাঁচ শতাধিক ব্যক্তিকে টিকা দেওয়ার কথা আছে।
আজ টিকা দেওয়ার পর এ প্রক্রিয়া বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কয় দিন টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       