রাতুল সেন
Published:2020-06-08 20:27:37 BdST
ডাক্তার ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হলে কোথায় চিকিৎসা নেবে?
অধ্যাপক ডা. ঝুনু শামসুননাহার 
বাংলাদেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ
_______________________
অতি শীঘ্র ডাক্তারদের টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা করুন । 
ডাক্তার ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হলে কোথায় চিকিৎসা নেবে? কি সুবিধা তাদের জন্য নির্ধারিত আছে?
দয়া করে নিজে বাসায় কোয়ারিন্টিনে সুরক্ষিত থেকে ডাক্তারদের উপদেশ দেবেন না। বরং তাদের পাশে দাঁড়ান, কাঁধে হাত রাখুন, একটু প্রশংসা করুন।
ডাক্তাররা যখন PPE চাইলো তখন আপনারা সবাই আক্রমনাত্বক হয়ে উঠলেন...
এখন প্রথিতযশ ডাক্তাররা প্রতিদিন মৃত্যুমুখে পতিত হচ্ছেন; একে একে নিভিছে দেউটি।
আপনাদেরই দাবীর কারনে ডাক্তাররা হাসপাতালে, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুকে আলিংগন করেছেন...
তারপরেও বলছেন ডাক্তাররা কসাই, পালিয়ে বেড়ায়। তাদের পরবর্তীতে দেখে ছাড়বেন।
যিনি অক্সিজেন না পেয়ে মরেই গেলেন...তাকে কি পরপারে গিয়ে তবে দেখে ছাড়বেন! আল্লাহ্ বোধহয় সে ক্ষমতাও আপনাদের দিয়ে রেখেছেন।
এবারে ডাক্তারদের সুরক্ষার দিকে একটু মনোযোগ দিন। তাদের জন্য হাসপাতাল রাখুন, অক্সিজেনের ব্যাবস্থা রাখুন, ভেন্টিলেটর না হয় নাই পেলাম। আমার ধারনা করোনা পরবর্তী কালে অনেক ডাক্তার হয়তোবা বিদেশে চলে যাবেন, অনেকে ডাক্তারী পেশা ছেড়ে দেবেন, নিজেকে আর ডাক্তার বলে পরিচয়ই দেবেন না। ডাক্তার সংকট প্রবল আকার ধারন করতে পারে আমাদের দেশে। সেটাও বিবেচনায় রাখা প্রয়োজন।
মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় তাঁর আশীর্বাদের কোমল হাতটি আমাদের প্রতিটি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর মাথায় স্নেহভরে রাখবেন অনেক আশায় রয়েছি....।
___________________________
AD..

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       