Ameen Qudir
Published:2019-08-19 10:14:13 BdST
এফসিপিএস ট্রেইনিরাও মাসিক ভাতা পাবেন
ডেস্ক 
__________________________
বিসিপিএস একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ।এফসিপিএস ট্রেইনিরাও মাসিক ভাতা পাবেন এখন থেকে। এ নিয়ে সংসদীয় কার্যক্রমের বিবরণীতে বিসতারিত জানান হয়েছে। নোটিসটিতে উল্লেখ করা হয়, বিসিপিএস এর তৎকালীন প্রেসিডেন্ট ও বিএসএমএমইউ এর বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি টিম প্রাক্তন সচিবের সাথে এক সফল সভা করেন এবং এই খাতে এক কোটি টাকা অর্থ মঞ্জুর করেন।
ভুক্তভোগী চিকিৎসকরা এ নিয়ে ভীষণ খুশি। তাদের বহু প্রতিক্ষিত দাবির হিল্লে হল। পূরণ হল টানাপড়েনের হিসেব। তারা অধ্যাপক ডা. কনক স্যার, বিসিপিএস এর প্রেসিডেন্ট ও সকল কাউন্সিলর দের অসংখ্য ধন্যবাদ জানান স্টুডেন্টদের বহু দিনের এই দাবি নিয়ে কাজ করার জন্য।
তারা জানান, এখন এই কষ্টসাধ্য ডিগ্রি নেয়ার জন্য মেধাবীরা সর্বাত্মক চেষ্টা করবেন। দেশের মান রাখবেন। চিকিৎসা বিদ্যাকে আরও সমৃদ্ধ করবেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       