Ameen Qudir

Published:
2020-04-08 17:12:00 BdST

বাংলাদেশে এ পর্যন্ত ১০ জন চিকিৎসক করোনা আক্রান্ত


 

লেখকের ছবি

ডা.রাজন সিনহা
_____________________

এ পর্যন্ত ১০ জন চিকিৎসক করোনা আক্রান্ত। এ ১০ জনের সবাই সরকারি হাসপাতালের চিকিৎসক না,আবার সবাই বেসরকারি চিকিৎসকও না।আক্রান্ত সকল চিকিৎসক তার কর্মস্হল থেকে আক্রান্ত হয়েছেন।তার মানে সকলেই অন্যদের কাছ থেকে আক্রান্ত।

প্রথম থেকেই বলা হচ্ছে চিকিৎসক, নার্সরা সবচেয়ে ঝুকিপূর্ণ।কারন এরা করোনা যুদ্ধের সামনের যোদ্ধা। আর সকল চিকিৎসক কে একবারে কাজে লাগালে দুদিন পর দেশে কোন সুস্থ চিকিৎসক পাওয়া যাবেনা।

চিকিৎসকদের দূর্ভাগ্য!এরা জীবন দিবে,দেশের জন্য কাজ করবে কিন্ত এদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হবে।

জনগনের সেবা দিতে যেয়ে যতদ্রুত ডাক্তাররা আক্রান্ত হচ্ছে তাতে হয়ত হাতে আর বেশি সময় নাই।

আপনি ননমেডিকেল?আপনার চিকিৎসা সামনে কে করবে? যে চিকিৎসক আপনার সেবা করে আপনি তাকে এই দূঃসময়ে সাপোর্ট দিয়েছেন?হয়ত দেননি,হয়ত মিথ্যা প্রচার করেছেন,হয়ত সারাজীবনে মনের মধ্যে লুকানো হিংসা সময় বুঝে আগুন লাগিয়ে দিয়েছেন।

#তাতে আপনি ও আপনার পরিবার কি সুরক্ষিত?

#আপনারা কি জানেন বিদেশের হাসপাতাল আর বাংলাদেশের হাসপাতালের পার্থক্য কত?

#আপনারা কি জানেন স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস এদেশে কত কম? কত স্বল্পতার মাঝে ডাক্তারদের কাজ করতে হয় সেটার খোঁজ রাখেন কখনো?

#আপনারা কি জানেন একজন ডাক্তার কে বাংলাদেশে প্রতিদিন কত রোগি আউটডোরে দেখতে হয়?

#আপনারা কি জানেন একটা হাসপাতালে বেডের থেকে কতগুন বেশি রোগি ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়?

#আপনি কি জানেন কত হাজার রোগির জন্য এদেশে কয়টা অক্সিজেন সিলিন্ডার?

#আপনারা কি জানেন এদেশে কয়টা ICU বেড আছে?

#আপনারা কি জানেন এদেশে সরকারি হাসপাতালে কি পরিমাণ চিকিৎসক সংকট আছে?

#আপনারা কি জানেন চিকিৎসক আক্রান্ত হলে তার সংস্পর্শে আসা সকল রোগি আক্রান্ত হবে?

#আপনারা কি জানেন একটা স্টেথোস্কোপ দিয়ে সব রোগি দেখলে সবাই আক্রান্ত হতে পারে?

আমরা চিকিৎসকরা দেশের খারাপ হয় এমন কোন কাজ করিনা।বরং নিজেকে ও নিজ পরিবারের সবাইকে ঝুকিতে রেখে আজ আপনার পাশে আমরা দাড়িয়েছি।দেশের অধিকাংশ প্রাইভেট হাসপাতাল,ক্লিনিকের মালিকপক্ষ ব্যবসায়ী লোক,তারা ডাক্তার না।তারা যদি তাদের হাসপাতাল বন্ধ করে রাখে সে দোষ ও আপনারা আমাদের দেন!

হয়ত ভাবছেন বিদেশি ডাক্তার আপনাকে দেখবে!!হ্যাঁ ভাই উপরের প্রশ্ন গুলোর উত্তর খুজে বের করেন।তারপর নিজেকে প্রশ্ন করবেন--এরকম ঘুনেধরা ব্যবস্থায় বিদেশিরা কি একদিনও চিকিৎসা দিবে???

সাবধানে থাকেন,ডাক্তারকে সম্মান করেন।সময় কিন্তু সবার জন্যই খারাপ।

________________________

ডা.রাজন সিনহা
খুলনা মেডিকেল কলেজ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়