Ameen Qudir

Published:
2020-04-07 14:14:50 BdST

নিউ ইয়র্কে করোনায় জীবন দিয়ে অমর আত্মত্যাগ করলেন ডা. ইফতেখারউদ্দিন


পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবির মানুষটি হলেন ডা. ইফতেখারউদ্দিন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশী ডাক্তারের মৃত্যু...।বিশ্ব ব্যপী করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিউ ইয়র্কে জীবন দিয়ে অমর আত্মত্যাগের নজির রাখলেন তিনি।

ডেস্ক
____________________

বিশ্ব ব্যপী করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিউ ইয়র্কে জীবন দিয়ে অমর আত্মত্যাগের নজির রাখলেন ডা. ইফতেখারউদ্দিন ।
দেবাশিষ সাহা তন্ময় জানান,
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশী ডাক্তারের মৃত্যু...।

৬ এপ্রিল ২০২০ সকালে Dr. Iftekharuddin North Central Bronx Hospital এ মারা গেছেন )। উনি NYC র DOH (Department Of Health) এ একজন নামকরা Epidemiologist ছিলেন এবং বাংলাদেশের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস ডাক্তারী পাশ করেছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনার অনুজ ভাই হলেন নিউইয়র্ক সিটিতে বসবাসরত Dr. Ehtesham T Mukut।


সুলেখক ডা. আজাদ হাসান এক শোক বাণীতে জানান
বৈশ্বিক মহামারীর করাল গ্রাসে একের পর এক জীবন অকালে ঝরে পড়ছে। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃতের সংখ্যা। আর এই মিছিলে যোগ দিলেন আরো একজন বাংলাদেশী বংশোদ্ভূত চিকিৎসক।
করোনা'য় আক্রান্ত হয়ে   ৬ এপ্রিল ২০২০, সকালে আমেরিকার প্রবাসী ডাঃ ইফতেখার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
"ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। উনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ১০ম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়