Ameen Qudir
Published:2017-03-12 01:53:22 BdST
দুর্নীতি বিরোধি ভোটে জয়ী মোদীর দল
শেখর রায়
_______________________________
ভারত ব্যাপি সব ধর্ম বর্ন জাতপাতের মানুষ এই বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকারের প্রতি পুনরায় আস্থা ব্যাক্ত করল। বিজেপি বিরোধিদের মানুষ প্রত্যাখ্যান করল।
ভারতীয় গনতন্ত্রের জয় হল। মিথ্যা প্রমান হল যে মোদীর দল ধর্মীয় বিভাজন করে ভোটে জিতেছে। সত্য প্রমানিত হল যে নোট বাতিল করে কালাধন আংশিক ধংস করার ও দুর্নীতি দমন করার নীতিকে মানুষ সমর্থন করেছে।
বিজেপির পক্ষে লাখ লাখ মুসলমানদের ভোট প্রদান তাদের হুসিয়ারি দিয়েছে যারা হিন্দু মোল্লাদের উস্কানি দিয়ে নোংরা রাজনীতির খেলা খেলতে চাইছে। ধোকাবাজি দিয়ে জনগনকে ঠকানোর দিন শেষ। সাম্প্রদায়িক বিচ্ছন্নতাবাদি শক্তির উপর ভর করে যারা চলছে তাদের জামানা শেষ।
_________________________________
লেখক শেখর রায় । Editor-in-chief at The News
Former Column Writer at The Telegraph
Former Former Spl correspondent at frontier weekly
Former former commissioned writer journalist at The Economic Times
আপনার মতামত দিন: