Ameen Qudir
Published:2017-03-11 17:04:28 BdST
৩৬৫ দিন পুরুষের: ১টি দিনও নারীর নয়
তসলিমা নাসরিন
_______________________
বছরের ৩৬৫ দিন পুরুষের । ১ দিন চেয়েছি আমাদের জন্য। মোটে ১টি দিন।
১ দিন নারীরা যেন পুরুষ দ্বারা নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, অত্যাচারিত না হয়, ধর্ষিত না হয়,খুন না হয়। অন্তত ১ টি দিন যেন নারীকে যৌন দাসি হতে না হয়, যৌন হেনস্থা হতে না হয়। অন্তত ১ টি দিন যেন নারীরা প্রাপ্য অধিকার পায়।
১ টি দিন যেন নারীকে নারী বলে অপমান করা না হয়। না সেটা সম্ভব হয় নি। আমরা বলি বটে ১টি দিন আমাদের, নারীদের। ১টি দিন আমাদের দিয়েছে বলে পুরুষের কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই । আসলে, সত্যি হলো, ১টি দিনও আমাদের নয়। আমরা নিজেকে ফাঁকি দিয়ে চলেছি।
_____________________________
তসলিমা নাসরিন । বিশ্ববরেণ্য লেখক। পেশায় ডাক্তার। প্রাক্তন ময়মনসিংহ মেডিকেল কলেজ।
আপনার মতামত দিন: