Ameen Qudir

Published:
2017-03-10 18:35:30 BdST

পুরুষ ডাক্তার , পুরুষ পুলিশ , পুরুষ উকিল , পুরুষ কবি : এভাবেও বলা যায়



তসলিমা নাসরিন
_____________________________

ডাক্তার পুরুষ হলে তাকে বলা হয় 'ডাক্তার', আর ডাক্তার মহিলা হলে বলা হয় 'মহিলা ডাক্তার'।

লেখক পুরুষ হলে 'লেখক', লেখক মহিলা হলে 'মহিলা লেখক'। একই রকম সবখানে, পুলিশ/মহিলা পুলিশ, উকিল/মহিলা উকিল, জাজ/মহিলা জাজ, সাংবাদিক/মহিলা সাংবাদিক, শিল্পী/মহিলা শিল্পী, পাইলট/মহিলা পাইলট, কবি/মহিলা কবি। মহিলা বা নারী উল্লেখ করা হয় কারণ পুরুষের জন্য ওই পেশাটি পারফেক্ট, মহিলাদের দয়া করে পুরুষের পৃথিবীতে ঢোকানো হয়েছে।


অনেক তো হলো, এখন থেকে এভাবেও তো বলা যায়--- প্রচুর ডাক্তার ওখানে ছিল, কিছু পুরুষ ডাক্তারও ছিল। আমি ঘুরে দাঁড়াতেই দেখি এক পুরুষ পুলিশ। অনুষ্ঠানে দুজন পুরুষ শিল্পী গান গাইছে। পাঁচজন সাংবাদিক লিখছে, পাশে দাঁড়িয়ে এক পুরুষ সাংবাদিকও লিখছে। একজন কবি আমন্ত্রণ পেয়েছে, দু'জন পুরুষ কবিও পেয়েছে আমন্ত্রণ।

___________________________

তসলিমা নাসরিন । বিশ্ববরেণ্য লেখক কলামিস্ট। পেশায় চিকিৎসক। বিশ্বের প্রধান সকল ভাষায় তার লেখা প্রকাশ হয় নিয়মিত।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়