DESK

Published:
2025-01-08 10:16:03 BdST

১৩৯ জনের ‘সমন্বিত হজ চিকিৎসক দল’: ছয় দপ্তরের তালিকা মিলবে আজ


হাজীদের স্বাস্থ্যসেবার প্রতিকী ছবি

 

 

ডেস্ক
____________________

হজে হাজীদের স্বাস্থ্যসেবার জন্য ১৩৯ জনের ‘সমন্বিত হজ চিকিৎসক দল’ গঠন করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগসহ ছয় দপ্তর থেকে নাম চাওয়া হয়েছে। জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন ৬০ জন।

২৩ ডিসেম্বর মন্ত্রণালয়ের হজ-২ শাখার এক চিঠিতে টিম গঠনের জন্য ৮ জানুয়ারির মধ্যে আগ্রহী সদস্যদের তালিকা চাওয়া হয়। সে হিসেবে আজ নাম জানানোর শেষ দিন । আজ তালিকার নাম মন্ত্রণালয়ে যাওয়ার কথা ।

হজ চিকিৎসক দলের মোট ১৩৯ সদস্য র মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ৭৪, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ২০, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৭, ইসলামিক মিশন হাসপাতাল থেকে ১৫, সরকারি কর্মচারি হাসপাতাল থেকে আট এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে পাঁচজন সদস্য থাকবেন। এর মধ্যে কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, ইরোলজিস্ট, গাইনি, চক্ষু বিশেষজ্ঞ, ডেন্টিস্ট, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, মানসিক রোগ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, এন্ড্রোক্রাইনোলজিস্ট, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সার্জারি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার (পুরুষ ও মহিলা) মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন ৬০ জন। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও নার্স/ব্রাদার, ল্যাব ও অপারেশন থিয়েটার (ওটি) অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্টও থাকবেন এ টিমে।

চিঠিতে বলা হয়েছে, মনোনীত চিকিৎসকদের সর্বোচ্চ ১০ শতাংশকে ইতোপূর্বে সমন্বিত হজ চিকিৎসক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা সরকারি কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের জন্য প্রযোজ্য হবে না।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়