Saha Suravi
Published:2024-12-23 20:20:50 BdST
কন্যারা মন দিয়ে শোনো
অধ্যাপক ডা. ভাস্কর সাহা
প্রাক্তন অধ্যক্ষ
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ
____________________________
যে সব বিবাহিত নারীরা লেখাপড়া চাকরি বাকরি কিছু করে না, নিজের আত্মার উন্নতির কোন চেষ্টা না করে শুধু স্বামীর টাকার জোরে নাচন কোদন করে, সস্তা বাংলা সিরিয়াল দেখে আর মাঠে ঘাটে পরনিন্দা পরচর্চা করে বেড়ায় তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে নাও।
তোমাদের আশেপাশেই অনেক মহীয়সী, বিদূষী,কর্মক্ষম, সংগ্রামী নারীর দেখা পাবে তাদেরকে অনুসরণ করো।
বলা হচ্ছে একবিংশ শতাব্দী নারীর এবং প্রযুক্তির
সেই বিষয় বিবেচনা করে নিজেকে সুশিক্ষিত করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য নিজেকে প্রস্তুত করো।মনে রাখবে অধিনস্ততার দিন শেষ।নিজেকে নিজের পরিচয়ে পরিচিত করার জন্য দৃঢ় পায়ে এগিয়ে চলো।
#
আপনার মতামত দিন: