DR. AMINUL ISLAM
Published:2024-12-16 12:05:23 BdST
" গাছের লাউ এনেছি ডাক্তার বাবু", " মেয়ের বিয়ে আপনি না এলে কি করে শুরু করি?"
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রাক্তন অধ্যক্ষ , চট্টগ্রাম মেডিকেল কলেজ
___________________
ডাক্তার বাবু গাছের লাউ এনেছি কিংবা
ডাক্তার বাবু মেয়ের বিয়ে আপনি না এলে কি করে শুরু করি?
তা থেকে এ আই, মেশিন লারনিং সব কিছু শুরু আর শেষের সাক্ষি কি হতে পারব যাবার আগে?
আমি নিজে পাকিস্তান আমলে ডাক্তারিতে ভিজিট নিতাম ৫ টাকা।বাড়ি গেলে ৮ টাকা।ছোট বেলায় হিরেন কাকু ভিজিট নিতেন ৩ টাকা।বাড়ি গেলে ৫ টাকা।সব ইতিহাস।
একজন ডাক্তার তখন এম বি ক্যালকাটা হিরেন কাকু। ঢাকায় ডা নন্দি। অনেকের মনে নেই।আমি জীবাশ্ম তাই।ইচ্ছা না হলেও মনে চলে আসে।
সব হবে কিন্তু হারিয়ে যাবে মানবিক আবেগ,স্পরশ,চোখ। আলাপ। থাকবে ভিডিও কল।চিঠি আর কম্পিউটার টেক্সট এর খুদে বারতা,
এদের মধ্যে যে পার্থক্য হতে পারে রোগ নির্ণয় আরও নিখুঁত। তবে চিকিৎসা কেমন হবে পারসনেলাইজড জানি না।আসবে বেগ হারিয়ে যাবে আবেগ।যে বিষয় নিয়ে বিতর্ক করেছি রচনা লিখেছি কল্পনা করে তা ফিরে আসবে বাস্তবে তবে তা ফ্রানকেন্সটাইন না হলে হয়।
আপনার মতামত দিন: