DESK

Published:
2024-12-14 19:14:44 BdST

ফুলে ফুলে ভরে গেছে রায়েরবাজার স্মৃতিসৌধ



ডেস্ক
_____________________

ফুলে ফুলে ভরে গেছে রায়েরবাজার স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ শনিবার সকাল থেকেই সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মানুষ
ফুলে ফুলে ভরে গেছে রায়েরবাজার স্মৃতিসৌধ।
আজ শনিবার ভোর থেকে সেখানে ভিড় জমতে থাকে। শ্রদ্ধার ফুলে, অমিত ভালবাসায় ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি।

 

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজারের ইটখোলা, মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সৌজন্যে প্রথম আলো।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়