Saha Suravi
Published:2024-11-21 11:47:42 BdST
ওয়াশিং মেশিন থেকে ছড়াতে পারে যে সব রোগ : সাবধান
ডেস্ক
___________________
স্বাস্থ্য সাবধানতা নিয়ে এবারের টপিকটা ভিন্নতর। পড়লে ঠকবেন না।
ওয়াশিং মেশিন থেকেও নানা অসুখ ছড়াতে পারে, তা জানেন কি? জামাকাপড়, বিছানার চাদর, ঘরের পর্দা দিব্যি পরিষ্কার করছেন ওয়াশিং মেশিনে। কিন্তু প্রতি বার কাচাকাচির পরে যন্ত্রটি ঠিকমতো পরিষ্কার করছেন তো? জামাকাপড় থেকে বেরোনো ময়লা, সাবান জল ওয়াশিং মেশিনে আটকে থাকে দিনের পর দিন। আর সেই জায়গাই হয়ে ওঠে ব্যাক্টেরিয়া, ছত্রাকের বাসস্থান।
ওয়াশিং মেশিনে ‘ডিসপেনসর ড্রয়ার’ বা বিশেষ খাপ থাকে। যেখানে সাবান রাখা হয়। জলে ধুয়ে সেই সাবান জামাকাপড় কাচার মূল স্থানটিতে পড়ে। এই খাপটিতে প্রচুর সাবান, ময়লা লেগে যায়। জীবাণু জন্মায় সেখানেও। তাই যন্ত্রটি নিয়মিত পরিষ্কার না করলে তার থেকেই নানা রোগ ছড়াতে পারে।
ওয়াশিং মেশিনে কী কী জীবাণু জন্মায়?
ই কোলাই থেকে হতে পারে পেটের রোগ।
দূষিত জলে ই কোলাই জন্মায়। ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ময়লা, জমে থাকা সাবান জলে এই ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। আর শরীরে এক বার ঢুকলে তা মারাত্মক ডায়েরিয়ার কারণ হয়ে উঠবে। এই ব্যাক্টেরিয়া মূত্রনালিতে চলে গেলে মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হতে পারে। তখন জ্বর, তলপেটে ব্যথা, বার বার প্রস্রাব পাওয়া, প্রস্রাবের সময়ে জ্বালা হবে। এই ব্যাক্টেরিয়া কোনও কারণে কিডনিতে পৌঁছে গেলে পায়েলোনেফ্রাইটিসের মতো রোগও হতে পারে।
স্ট্যাফাইলোকক্কাসের সংক্রমণ
ভিজে, স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় স্ট্যাফাইলোকক্কাস ব্যাক্টেরিয়া। এই জীবাণু ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। ফোস্কা, ব্রণ-ফুস্কুড়ি বা র্যাশের সমস্যা তো হবেই, স্কিন কেরাটোসিস, একজ়িমা, কনট্যান্ট ডার্মাটাইটিসের মতো ত্বকের রোগও হতে পারে। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে গরম জল দিয়ে মেশিনটি পরিষ্কার করে নিলে জীবাণু ছড়ানোর ভয় থাকবে না।
ছত্রাকের সংক্রমণ
ক্যান্ডিডা এবং মোল্ডের মতো ছত্রাক ওয়াশিং মেশিনের ভিতর জন্মাতে পারে। এগুলি থেকে ত্বকের সংক্রমণ তো বটেই, শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত রোগও হতে পারে। ত্বকে লালচে র্যাশ বেরোতে পারে। এমনকি, সোরিয়াসিসের মতো ত্বকের অসুখও দেখা দিতে পারে। পাশাপাশি, সংক্রমণ ছড়াতে পারে চোখেও। ওয়াশিং মেশিনের ফিল্টারে, ধুলো, জামাকাপড়ের রোঁয়া জমা হতে থাকে। সেটি খুলে পরিষ্কার করা দরকার। না হলেই সেখানে ছত্রাক জন্মাবে।
ওয়াশিং মেশিনের কাপড় কাচার জায়গাটি ভিনিগার দিয়ে পরিষ্কার করতে পারেন। তার পর বেকিং সোডা ছড়িয়ে উষ্ণ জল ঢেলে মেশিনটি চালিয়ে দিন। তা হলেই ভিতরটা ঝকঝকে হয়ে যাবে।
আপনার মতামত দিন: