Saha Suravi
Published:2024-11-17 12:37:39 BdST
ব্রিটিশ পার্লামেন্টে স্বেচ্ছায় মৃত্যু নিয়ে বিল:‘অ্যাসিস্টেড ডায়িং’
ডেস্ক
যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন এমন কোনো মানুষ যদি ইচ্ছা করে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে নিজের মৃত্যু নিশ্চিত করতে পারবেন। স্বেচ্ছায় মৃত্যু নিশ্চিত করাকে আইনগত বৈধতা দিতে ‘অ্যাসিস্টেড ডায়িং’ নামের একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অসুস্থ মানুষ ওষুধ সেবনের মাধ্যমে মারা যেতে পারবেন ।
আগামী ২৯ নভেম্বর বিলটি পার্লামেন্টে সেকেন্ড রিডিংয়ের জন্য উত্থাপন করার কথা রয়েছে।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যাদের ছয় মাস বা তার কম সময় বেঁচে থাকার সম্ভাবনাসহ দীর্ঘমেয়াদি অসুস্থতা নির্ণয় করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে মারা যেতে পারবেন।
আপনার মতামত দিন: