DESK

Published:
2024-11-13 00:31:44 BdST

ইসলামী চিন্তাবিদ এসএম বোরহান উদ্দিন আহমেদ আর নেই



ডেস্ক
___________________

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এসএম
বোরহান উদ্দিন আহমেদ (সেলিম) মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল দশটায় লন্ডনে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার জন্ম অধুনা পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার মাগুরা গ্রামে। তিনি বরিশাল ব্রজমোহন স্কুল ও ব্রজমোহন (বি এম )কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন। ক্ষুরধার মেধাবী ছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের একজন প্রতিভাশালী ব্যাঙ্কার হিসেবে নিজেকে মেলে ধরেন। তিনি একাধারে ভূতাত্ত্বিক, ব্যাংকার এবং ইংল্যান্ডে শিক্ষকতায় জড়িত ছিলেন।

আরও পরে তিনি বিশ্ব ইসলামী চিন্তা শাস্ত্রে গভীরভাবে মন দেন। বিশেষ পান্ডিত্য ও প্রজ্ঞা অর্জন করেন। তাঁর পিতা প্রয়াত মাস্টার আব্দুল কাদের ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী।

প্রয়াত এসএম
বোরহান উদ্দিন আহমেদ (সেলিম) এর বাল্যবন্ধু এবং জীবনসুহৃদ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা তাঁর সম্পর্কে শোক স্মৃতিতে লেখেন ,

"স্কুল বন্ধু বোরহান আজ সকালে লন্ডনে ম্যাসিভ হার্ট এ্যাটাকে মারা গেছে। আর এক স্কুল বন্ধু ফরিদের মাধ্যমে জানলাম।
কিছুদিন আগে দেশে যখন এসেছিলো আমার সাথে দেখা করে গেছে। দুই দিন আগে আমার এক ফেসবুক স্ট্যাটাসে মন্তব্যে লিখেছিল কদিন বাদেই সে বাংলাদেশে আসবে। দেখা করবে। ততোদিন যেন ভালো থাকি।
আসলে কে আমরা কতক্ষণ আছি জানি না।
বোরহান ক্লাস ফোর থেকেই আমাদের সাথে।
ক্লাশ সেভেনে এসে তার মধ্যে গভীর ধর্মীয় অনুরাগ দেখা দেয়। আমাদের ছোট বেলাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় পোশাকের খুব একটা প্রচলন ছিল না। বোরহান সেই সময় থেকে ধর্মীয় অনুশাসন খুব নিষ্ঠার সাথে পালন করতো।পরে লন্ডনে স্থায়ী হবার পর অনেক লোভনীয় প্রস্তাব এবং চাকরি নির্দ্বিধায় ছেড়ে দিয়ে শিক্ষকতার পেশাতেই নিজেকে নিয়োজিত রেখেছে শুধুমাত্র নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করার জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত সে তার নিজ ধর্মকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে জীবনধারণ করে গেছে।তার মৃত্যুতে স্কুলবন্ধু হিসাবে গভীবভাবে শোকাহত।
তার বিদেহ আত্মার চিরশান্তি ও মুক্তি কামনা করছি।"


লন্ডনেই বুধবার জানাজা শেষে স্থানীয় মুসলিম কবরস্থানে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়